দেশ স্বাধীন হবার পর দেশে কী ধরণের পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো তারই এক বাস্তবচিত্র হলো এই আলোর মিছিল। মুক্তিযুদ্ধের পর দেশে শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করে। ধনীরা আরো ধনী এবং দরিদ্ররা আরো যেন দরিদ্র হতে শুরু করে। যেখানে যুদ্ধের আগে মানুষ পঞ্চাশ পয়সা সের চাল খেতো সেই দেশের মানুষ যুদ্ধের পর যখন দেখে যে তিন টাকা সের চাল কিনতে হবে তখন যেন চারিদিকে হাহাকার পড়ে যায়। আর এই সুযোগে কিছু সুবিধাভোগী মুনাফা লোভী মানুষ চাল ও চালের মত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ওষুধপত্র মজুদ করতে শুরু করে এবং এই সব জিনিসপত্রের সংকট সৃষ্টির মাধ্যমে তারা বিপুল পরিমাণে মুনাফা হাতিয়ে নেয়। যুদ্ধের পরে বেশ কিছু মানুষ এই অবৈধ ব্যবসার মাধ্যমে বলতে গেলে রাতারাতি ধনী হয়ে যায়। আর কিছু মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত যুবক সেটা রুখে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে নেমে পড়ে।
পরিচালক নারায়ণ ঘোষ মিতা
অভিনেতা ফারুক
ববিতা
রাজ্জাক
সুজাতা
সুরকার খান আতাউর রহমান
মুস্তাফিজুর রহমান
মুক্তি ১৯৭৪
দেশ  বাংলাদেশ
ভাষা বাংলা ভাষা

Download Link

 অনলাইনে দেখুন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top