জয়যাত্রা ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র। বাংলাদেশের বিখ্যাত সম্পাদক, কাহিনীকার ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন এর কাহিনী নিয়ে সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ভিত্তিক এই ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিঃ। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, চাঁদনী।
ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের সীকৃতি সরুপ পরিচালক তৌকির আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক ২০০৪ পুরস্কার লাভ করেন। জয়যাত্রা - একদল মানুষের হাসি-কান্না, সুখ-দঃখ, ব্যথা মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প।

j
পরিচালক তৌকির আহমেদ
প্রযোজক ফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতা আমজাদ হোসেন
অভিনেতা বিপাশা হায়াত
আজিজুল হাকিম
মাহফুজ আহমেদ
হুমায়ুন ফরীদি
তারিক আনাম খান
আবুল হায়াত
চাঁদনী
সুরকার সুজয় স্যাম
চিত্রগ্রাহক রকিবুল বারী চৌধুরী
সম্পাদক অর্ঘকমল মিত্র
বণ্টনকারী ইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি ২০০৪
দেশ  বাংলাদেশ
ভাষা বাংলা ভাষা
j
j





১ম অংশ http://goo.gl/EwwGLj
২য় অংশ http://goo.gl/AJLiwg
৩য় অংশ http://goo.gl/zMSqS6

j

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top