শ্রাবণ মেঘের দিন ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র । ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এবং তাঁরই লেখা শ্রাবণ মেঘের দিন উপন্যাস অবলম্বনে নূহাশ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়। এর আগে ১৯৯৫ সালে তিনি আগুনের পরশমনি এবং পরে ২০০০ সালে দুই দুয়ারী নির্মাণ করেন। ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মোস্তফা,সালেহ আহমেদ ও ডাঃ এজাজ
পরিচালক হুমায়ুন আহমেদ
প্রযোজক নূহাশ চলচ্চিত্র
রচয়িতা হুমায়ুন আহমেদ (উপন্যাস)
অভিনেতা জাহিদ হাসান
শাওন
মাহফুজ আহমেদ
আনোয়ারা
মুক্তি
গোলাম মোস্তফা
সালেহ আহমেদ
ডাঃ এজাজ
শামীমা নাজনীন
সুরকার মকসুদ জামিল মিন্টু
চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান
সম্পাদক আতিকুর রহান মল্লিক
বণ্টনকারী নূহাশ চলচ্চিত্র
মুক্তি ১৯৯৯
দেশ  বাংলাদেশ
ভাষা বাংলা ভাষা


 
;

ডাউনলোড করুনঃ-

অথবা
** Srabon Megher Din (Part 1) **
** Srabon Megher Din (Part 2) **
;
;
;;

1 মন্তব্য(গুলি):

 
Top