জীবন থেকে নেয়া বাংলা চলচ্চিত্র। জহির রায়হান এর নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৭০ - ১৯৭১ সালে মুক্তি পায়। সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজী , খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন, প্রমুখ।
এই ছবিতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করে।
এটি জহির রায়হান নির্মিত শেষ কাহিনী চিত্র।
j
j
পরিচালক | জহির রায়হান |
---|---|
প্রযোজক | জহির রায়হান |
রচয়িতা | আমজাদ হোসেন জহির রায়হান |
অভিনেতা | রাজ্জাক সুচন্দা আনোয়ার হোসেন শওকত আকবর রোজি সামাদ খান আতাউর রহমান রওশন জামিল বেবি জামান |
সুরকার | খান আতাউর রহমান |
চিত্রগ্রাহক | আফজাল চৌধুরী |
সম্পাদক | মলয় বন্দ্যোপাধ্যায় |
বণ্টনকারী | আনিস ফিল্ম |
মুক্তি | ১৯৭০ |
জনপ্রিয় গান - কারার এ লৌহ কপাট
j
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন