একদিন ছুটি হবে,
অনেক দূরে যাবো,
নীল আকাশে, সবুজ ঘাসে
খুশিতে হারাবো।
হৈ .. একদিন ছুটি হবে,
অনেক দূরে যাবো, নীল আকাশে সবুজ ঘাসে
খুঁশিতে হারাবো।
http://www.somewhereinblog.net/blog/Kawser_Rhuso/29663254
http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE_%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87
http://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2_%E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A8%E0%A7%80%E0%A6%9A%E0%A7%87
সীমানা পেরিয়ে চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ১৯৭০ সালে দেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাস আঘাত হানে। কাকতালীয়ভাবে একজন গ্রাম্য তরুণ ও একজন শহুরে তরুণী ভাসতে ভাসতে একটি অজানা দ্বীপে আশ্রয় নেয়। তাদের দুজনের বেঁচে থাকার সংগ্রাম নিয়েই সীমানা পেরিয়ে ছবির কাহিনী এগিয়ে যেতে থাকে। প্রাকৃতিক দুর্যোগ সব শ্রেণীর মানুষকেই এক কাতারে নিয়ে আসে। ক্ষুধা, নিরাপত্তা আর বেঁচে থাকার লড়াইয়ে মানুষে মানুষে শ্রেণী বিষয়ক কোন সীমা নির্ধারিত হতে পারেনা। দু'জন মানুষ দু'টি ভিন্ন সমাজ ব্যবস্থায় ও ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও বেঁচে থাকার তাগিদে তাদের মধ্যে আশ্চর্য সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠে। যে সম্পর্ক নারী-পুরুষের স্বাভাবিক যৌন আকর্ষণকে ছাপিয়ে বৈষম্যহীন এক পৃথিবীর স্বপ্ন দেখায়।
ক
পরিচালক | আলমগীর কবির |
---|---|
প্রযোজক | আলমগীর কবির (আলমগীর পিকচার্স লিমিটেড) |
রচয়িতা | আলমগীর কবির |
অভিনেতা | বুলবুল আহমেদ জয়শ্রী কবির মায়া হাজারিকা কাফী খান গোলাম মোস্তফা তনুজা |
সুরকার | ভুপেন হাজারিকা |
চিত্রগ্রাহক | এম এ মবিন |
সম্পাদক | বশির হোসেন |
বণ্টনকারী | আলমগীর পিকচার্স লিমিটেড |
মুক্তি | ১৯৭৭ |
দৈর্ঘ্য | ১১৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
জনপ্রিয় দুইটি গান-
ক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন