একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র[। লেখক শাহরিয়ার কবির-এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়াল, আবুল খায়ের, আনওয়ার ফারুক, কামাল বায়েজীদ ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম বিদ্যুৎ, শতদল বড়ুয়া বিলু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ফারুক আহমেদ, ইউসুফ খসরু, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
k
k
পরিচালক নাসির উদ্দিন ইউসুফ
প্রযোজক অনুপম চিত্রয়ন ট্রাস্ট
রচয়িতা শাহরিয়ার কবির (উপন্যাস)
অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়
হুমায়ুন ফরীদি
জহির উদ্দিন পিয়াল
আবুল খায়ের
আনওয়ার ফারুক
কামাল বায়েজীদ
ইব্রাহিম বিদ্যুৎ
শতদল বড়ুয়া বিলু
সাইফুদ্দিন আহমেদ দুলাল
ফারুক আহমেদ
শহীদুজ্জামান সেলিম
ইউসুফ খসরু
দেলোয়ার হোসেন
সুরকার শিমুল ইউসুফ
চিত্রগ্রাহক বেবী ইসলাম
সম্পাদক নজরুল ইসলাম
বণ্টনকারী অনুপম চিত্রয়ন ট্রাস্ট
মুক্তি ১৯৯৩
দৈর্ঘ্য ১০০ মিনিট
দেশ  বাংলাদেশ
ভাষা বাংলা
k
 Download Link
k

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top