একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র[। লেখক শাহরিয়ার কবির-এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি,
জহির উদ্দিন পিয়াল, আবুল খায়ের, আনওয়ার ফারুক, কামাল বায়েজীদ ও
শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম
বিদ্যুৎ, শতদল বড়ুয়া বিলু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ফারুক আহমেদ, ইউসুফ
খসরু, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
k
k
k
Download Link
k
k
k
পরিচালক | নাসির উদ্দিন ইউসুফ |
---|---|
প্রযোজক | অনুপম চিত্রয়ন ট্রাস্ট |
রচয়িতা | শাহরিয়ার কবির (উপন্যাস) |
অভিনেতা | পীযূষ বন্দ্যোপাধ্যায় হুমায়ুন ফরীদি জহির উদ্দিন পিয়াল আবুল খায়ের আনওয়ার ফারুক কামাল বায়েজীদ ইব্রাহিম বিদ্যুৎ শতদল বড়ুয়া বিলু সাইফুদ্দিন আহমেদ দুলাল ফারুক আহমেদ শহীদুজ্জামান সেলিম ইউসুফ খসরু দেলোয়ার হোসেন |
সুরকার | শিমুল ইউসুফ |
চিত্রগ্রাহক | বেবী ইসলাম |
সম্পাদক | নজরুল ইসলাম |
বণ্টনকারী | অনুপম চিত্রয়ন ট্রাস্ট |
মুক্তি | ১৯৯৩ |
দৈর্ঘ্য | ১০০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
Download Link
k
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন