স্বাধীনতাউত্তর বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক
চলচ্চিত্র ওরা ১১ জন (১৯৭২)। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম।
চল্লিশ বছর পূর্বে নির্মিত এই অসাধারণ ছবিটি মুক্তি পেয়েছিল ৮ আগস্ট ১৯৭২
সালে। স্বাধীনতার চার দশক পরেও চলচ্চিত্রটির আবেদন একটুও কমেনি; বরং
স্বাধীনতাউত্তর প্রজন্মের কাছে চলচ্চিত্রের আলোচনা ও সমালোচনা ভিন্ন
আঙ্গিকে ও নবতর মাত্রায় বিবেচিত হচ্ছে, যার রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণের
প্রয়োজনীয়তাও অনস্বীকার্য।
m
m
Download Linkl
l
পরিচালক | চাষী নজরুল ইসলাম |
---|---|
প্রযোজক | মাসুদ পারভেজ |
রচয়িতা | আল মাসুদ |
অভিনেতা | খসরু রাজ্জাক শাবানা নূতন হাসান ইমাম আলতাফ মুরাদ নান্টু বেবী আবু |
সুরকার | খোন্দকার নুরুল আলম |
চিত্রগ্রাহক | আবদুস সামাদ |
সম্পাদক | বশির হোসেন |
বণ্টনকারী | স্টার ফিল্মস্ ডিসট্রিবিউটার্স |
মুক্তি | ১৩ আগস্ট, ১৯৭২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
m
Download Linkl
l
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন