স্বাধীনতাউত্তর বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন (১৯৭২)। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। চল্লিশ বছর পূর্বে নির্মিত এই অসাধারণ ছবিটি মুক্তি পেয়েছিল ৮ আগস্ট ১৯৭২ সালে। স্বাধীনতার চার দশক পরেও চলচ্চিত্রটির আবেদন একটুও কমেনি; বরং স্বাধীনতাউত্তর প্রজন্মের কাছে চলচ্চিত্রের আলোচনা ও সমালোচনা ভিন্ন আঙ্গিকে ও নবতর মাত্রায় বিবেচিত হচ্ছে, যার রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য।

পরিচালক চাষী নজরুল ইসলাম
প্রযোজক মাসুদ পারভেজ
রচয়িতা আল মাসুদ
অভিনেতা খসরু
রাজ্জাক
শাবানা
নূতন
হাসান ইমাম
আলতাফ
মুরাদ
নান্টু
বেবী
আবু
সুরকার খোন্দকার নুরুল আলম
চিত্রগ্রাহক আবদুস সামাদ
সম্পাদক বশির হোসেন
বণ্টনকারী স্টার ফিল্মস্ ডিসট্রিবিউটার্স
মুক্তি ১৩ আগস্ট, ১৯৭২
দেশ  বাংলাদেশ
ভাষা বাংলা
m
m
http://uptobox.com/q8ki6zyrxwng




Download Linkl
l

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top