আমার আছে জল Amar Ache Jol - I Have Water ২০০৮ সালের একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটি পরিচালনা করেন কথাসাহিত্যিক - চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ তাঁর নিজের লেখা উপন্যাস আমার আছে জল অবলম্বনে নির্মাণ করা হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস, মীম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, পিযুষ বন্দোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডাক্তার এজাজ আহমেদ।
l
l
l
l
পরিচালক | হুমায়ূন আহমেদ |
---|---|
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | হুমায়ূন আহমেদ (উপন্যাস) |
অভিনেতা | ফেরদৌস মীম জাহিদ হাসান মেহের আফরোজ শাওন পিযুষ বন্দোপাধ্যায় মুনমুন আহমেদ সালেহ আহমেদ জয়ন্ত চট্টোপাধ্যায় ডাক্তার এজাজ আহমেদ |
সুরকার | হাবিব ওয়াহিদ এস আই টুটুল |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | ছলিম উল্লাহ ছলি |
বণ্টনকারী | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০৮ |
দৈর্ঘ্য | ১২৩ মিনিট |
l
l
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন