দহন ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটি একটি রাষ্ট্রীয় অনুদানে নির্মিত চলচ্চিত্র। মোহাম্মদ শামী নিবেদিত এই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য পরিচালনা করেছেন শেখ নিয়ামত আলী। এবং পরিচালকের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান শেখ নিয়ামত আলী প্রডাকশন্স এর ব্যানারে নির্মিণ করা হয় ছবিটি। ছবির প্রধান প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ববিতা ,হুমায়ুন ফরীদি, শর্মিলী আহমেদ, প্রবীর মিত্র, ডলি আনোয়ার, রওশন জামিল, আবুল খায়ের, সাইফুদ্দিন, আসাদুজ্জামান নূর ও সৈয়দ আহসান আলী। এছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ফকরুল হাসান বৈরাগী, আশিষ কুমার লোহ, জহীর চৌধুরী, খায়রুল বাশার, হুমায়ুন খালেদ, মিনু রহমান সহ আরও অনেকে। ছবিটি তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দশটি বিভাগে বাচসাস পুরস্কার লাভ করে।
k
পরিচালক শেখ নিয়ামত আলী
প্রযোজক শেখ নিয়ামত আলী প্রডাকশন্স
রচয়িতা শেখ নিয়ামত আলী
অভিনেতা বুলবুল আহমেদ
ববিতা
হুমায়ুন ফরীদি
শর্মিলী আহমেদ
প্রবীর মিত্র
ডলি আনোয়ার
রওশন জামিল
আবুল খায়ের
সাইফুদ্দিন
আসাদুজ্জামান নূর
সৈয়দ আহসান আলী
সুরকার আমানুল হক
চিত্রগ্রাহক আনোয়ার হোসেন
সম্পাদক সাইদুল আনাম টুটুল
বণ্টনকারী নাসকো মুভিজ
মুক্তি ১৯৮৬
দেশ  বাংলাদেশ
ভাষা বাংলা
k
k

1 মন্তব্য(গুলি):

 
Top