১৯৫৯-এর সেই বিখ্যাত বাংলা ছায়াছবি- ‘দীপ জ্বেলে যাই’র এবার রিমেক হচ্ছে। যেখানে সুচিত্রা সেন’র রাধা চরিত্রে এবার দেখা যাবে পাওলিকে। শুধু বাংলা ছবিই নয়, ভারতীয় ছায়াছবির ইতিহাসেও ‘দীপ জ্বেলে যাই’ একটা কিংবদন্তী ছবি। অসিত সেন জন্ম দিয়ে বাজিমাত করে গেলেও নয়া যুগেও এর সার্থকতা কম নয়। অনেক বাঙালিই নতুন করে তৈরি করার কথা ভেবেছেন ‘দীপ জ্বেলে যাই’ ছবির কিন্তু সাহস পাননি শুধু বিতর্কের কারণে।
অভিনয়ে- -সুচিত্রা সেন
পরিচালক - অসিত সেন
মুক্তি- ১৯৫৯
ডাউনলোড লিংক** Dip Jele Jai (Part 1) **
** Dip Jele Jai (Part 2) **
Download Link
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন